বুধবার, ৭ জুন ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩০

কনজারভেটিভ এমপির কাণ্ড…

জাগরণ ডেস্ক।।

যুক্তরাজ্যের পুলিশ পার্লামেন্টের সাবেক এক কর্মীর করা ধর্ষণের অভিযোগে কনজারভেটিভ পার্টির এক সাংসদকে গ্রেপ্তার করেছে। অভিযোগে গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত চারটি পৃথক ঘটনার উল্লেখ করা হয়েছে। এতে বয়স ২০ এর ঘরে থাকা ওই নারী টোরি সাংসদের বিরুদ্ধে তাকে লাঞ্ছনা ও যৌন সম্পর্ক করতে বাধ্য করার অভিযোগ এনেছেন। ধর্ষণের ফলে যে দুঃসহ মানসিক অবস্থার সৃষ্টি হয়েছিল সে কারণে নারীটিকে হাসপাতালেও যেতে হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

সানডে টাইমস প্রথম কনজারভেটিভ পার্টির ওই এমপির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও তাকে গ্রেপ্তারের খবর দেয় বলে জানিয়েছে বিবিসি।

মেট্রোপলিটন পুলিশ এ নিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে। গ্রেপ্তার সাংসদকে পরে জামিনে ছেড়ে দেওয়া হয়। “৩১ জুলাই মেট্রোপলিটন পুলিশ চারটি পৃথক ঘটনায় লাঞ্ছনা ও যৌন সম্পর্ক করতে বাধ্য করার অভিযোগ পেয়েছি। ২০১৯ এর জুলাই এবং চলতি বছরের জানুয়ারির মধ্যে হওয়া ওই চারটি ঘটনায় ওয়েস্টমিনিস্টার, ল্যামবেথ ও হেকনির নাম এসেছে। বয়স ৫০ এর ঘরে থাকা এক ব্যক্তিকে ১ অগাস্ট গ্রেপ্তার করা হয়। মধ্য অগাস্টে হাজিরা দেবার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে,” বিবৃতিতে বলেছে পুলিশ।

কনজারভেটিভ পার্টি বলেছে, তারা এ ধরনের যে কোনো অভিযোগ ‘খুবই গুরুত্ব সহকারে’ নেয়। “এটা যেহেতু এখন পুলিশের হাতে তাই এই বিষয়ে আর কিছু বলা ঠিক হবে না,” বলেছেন দলটির এক মুখপাত্র।

সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন