কঙ্গনার আক্রমন, কারিনা চুপ

জাগরণ ডেস্ক //
বলিউডের সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর একে একে মুখ খুলছেন অনেক সেলিব্রেটিই। এই স্বজনপোষণ নিয়ে কথা বলা সচেয়ে আলোচিত নাম কঙ্গনা রানাউত। সুশান্ত সিং মারা যাওয়ার পর থেকেই কড়া ভাষায় স্বজনপোষণের বিরুদ্ধে কথা বলছেন তিনি।
এবার কঙ্গনা রানাউত স্বজনপোষণের অভিযোগ নিয়ে কারিনা কাপুরের বিরুদ্ধেও সমালোচনা করতে ছাড়লেন না। টিম কঙ্গনা রানাওয়াতের পক্ষ থেকে বলা হয়, কারিনাজি দর্শক তো আপনাদের বিত্তবান তৈরি করে দিয়েছে। আর তার জেরেই আপনারা বলিউডকে বুলিউডে রূপান্তরিত করে ফেলেছেন। কারিনা আপনার প্রিয় বন্ধু কেন কঙ্গনাকে ইন্ডাস্ট্রি ছাড়তে বলেন, তা বলতে পারেন! সুশান্তকে কেন বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান নিষিদ্ধ করে!
কঙ্গনাকে ডাইনি এবং সুশান্তকে কেন ধর্ষক বদনাম দিয়ে দাগিয়ে দেওয়া হয় বলে প্রশ্ন তোলেন কঙ্গনা। সুশান্ত এবং কঙ্গনাকে কেন বলিউডের বড় বড় পার্টিতে আমন্ত্রণ থেকে বাদ দেয়া হয়। কেন সুশান্ত এবং কঙ্গনাদের জন্মদিন এবং সিনেমার মুক্তির পর তাদের অভিনন্দন জানানো হয় না! তা নিয়েও প্রশ্ন তোলেন কঙ্গনা। কঙ্গনার এসব প্রশ্নের কোন উত্তরই দেয়নি কারিনা কাপুর।