সিনহা হত্যা: ওসি প্রদীপসহ ৭ পুলিশ বরখাস্ত

জাগরণ ডেস্ক //
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আসামি টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলিসহ সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন শুক্রবার রাতে বিডিনিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, পরিদর্শক প্রদীপ ও লিয়াকতকে বরখাস্তের আদেশ এসেছে পুলিশ সদর দপ্তর থেকে।
আদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশআদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশআর এ মামলায় আত্মসমর্পণ করা বাকি পাঁচজন- এসআই নন্দলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়াকে বরখাস্তের আদেশ হয়েছে কক্সবাজার জেলা পুলিশ কার্যালয় থেকে।