শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই আশ্বিন ১৪৩০

নর্থ ক্যারোলিনায় শক্তিশালী ভূমিকম্প (ভিডিওসহ)

জাগরণ ডেস্ক //

নর্থ ক্যারোলিনায় ৯৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে ৯৪ বছরের মধ্যে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্পার্টা শহরে স্থানীয় সময় রোববার সকাল ৮টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। খবর সিএনএনের।

গত ৯৪ বছরের মধ্যে অঙ্গরাজ্যটিতে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে। রোববার নর্থ ক্যারোলিনার টাউন অব স্পার্টায় আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অ্যালেঘানি কাউন্টিতে।

এমনকি শক্তিশালী এ ভূ-কম্পন সুদূর ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকেও অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত এতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে ১৯২৬ সালের ৮ জুলাই নর্থ ক্যারোলিনার মিশেল কাউন্টিতে আঘাত হেনেছিল ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প। এ ছাড়া ১৯১৬ সালে স্কাইল্যান্ডে ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূকম্পন অনুভূত হওয়ার রেকর্ড রয়েছে।

সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন