শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ই আশ্বিন ১৪৩০

‘হিরোশিমায় বোমা হামলাকারী এখন পরমাণু অস্ত্রের বিরুদ্ধে কথা বলে!’

জাগরণ ডেস্ক //

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে বোমা হামলাকারী আমেরিকা এখন পরমাণু অস্ত্র ধ্বংসের কথা বলে। তিনি বলেন, বিশ্বে কেউ পরমাণু দিয়ে বোমা হামলা চালায় নি কিন্তু আমেরিকা একবার নয় বরং দুইবার এ বোমার ব্যবহার করেছে এবং হাস্যকর হচ্ছে সেই মার্কিন সরকার এখন গণবিধ্বংসী অস্ত্র ধ্বংসের কথা বলে।

সাইয়্যেদ আব্বাস মুসাভি রোববার তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে দেয়া পোস্টে এসব কথা বলেছেন। তিনি বলেন, হিরোশিমা ও নাগাসাকির লোকজনের মনে এখনো মার্কিন অ্যাটম বোমা হামলার স্মৃতি জাগরুক রয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জাপানের ওপর মার্কিন পরমাণু বোমা হামলার ৭৫তম বার্ষিকীতে বলেছেন, “আমেরিকা ও ইসরাইলের পরমাণু অস্ত্র আমাদের অঞ্চলের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।”

১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে আমেরিকা ৬ আগস্ট জাপানের হিরোশিমা নগরীর ওপর ইতিহাসের প্রথম পরমাণু বোমা হামলা চালায়। এর তিনদিন পর ৯ আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় হামলায় চালায়। দুই হামলায় তাৎক্ষণিকভাবে জাপানের এক লাখ ২৯ মানুষ মারা যান যাদের বেশিরভাগই বেসামরিক লোকজন। এছাড়া, পরে আরো বহু মানুষ মারা যান এবং বছরের পর বছর দেশটির বেঁচে থাকা মানুষজনকে পরমাণু বোমার তেজস্ক্রিয়তা ক্ষতিকর বহন করতে হয়েছে। এই ঘটনায় আমেরিকা বিশ্বে একমাত্র পরমাণু অস্ত্র ব্যবহারকারী দেশ হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে।

সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন