জাতীয় শোক দিবসে শাবি ছাত্রলীগের সাবেক নেতাদের কর্মসূচি

জাগরণ ডেস্ক //
আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস।বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। জাতীয় শোক দিবসে দেশের বিভিন্ন স্থান তারা মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি ঘোষণা করেছেন। ঢাকা ও সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ দিনভর নানা কর্মসূচি পালন করবেন। রাজধানীর ধানমণ্ডিতে সকাল এগারোটার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তারা ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন। সিলেটে বিকেল পৌনে পাঁচটায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর সাস্ট কেন্দ্রীয় জামে মসজিদে বিকেল পাঁচটায় বাদ আসর মিলাদ মাহফিল শেষে বিশ্ববিদ্যালয় এলাকায় তবারক বিতরণ করবেন সাস্টের সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা।
ঢাকায় ও সিলেটে অবস্থানরত সাস্টের সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের এসব কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন মোছলেহ উদ্দিন আহমেদ খুশবু, হুমাযুন কবির, সঞ্জিত কুমার বনিক, রাশেদ রাফি উদ্দিন মিথুন ও মোকদ্দুস আলীসহ সাবেক সিনিয়র নেতারা।