বাংলাদেশ ইনিশিয়েটিভ লাইভে ড. বিজন: করোনা আরো কিছুদিন থাকবে (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
স্বনামধন্য অণুজীব বিজ্ঞানী অধ্যাপক ড. বিজন কুমার শীল নিজেও করোনায় আক্রান্ত ছিলেন। তবে করোনাকে তিনি জয় করেছেন। আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করেছেন। তার মতে, বাংলাদেশে আরো কিছুদিন করোনার সংক্রমণ হবে। তবে তা ধীরে ধীরে কমে আসবে। তিনি জানিয়েছেন, সাধারন লক্ষণ কাশি শুরুর ছয়-সাত দিন আগেই শরীরে করোনার সংক্রমন হয় ও তা বোঝা যায়। ৩০ আগষ্ট রোববার রাতে বাংলাদেশ ইনিশিয়েটিভ লাইভে এসব কথা বলেছেন ড. বিজন কুমার শীল। করোনাকালে স্বাস্থ্যসেবা বিষয়ে এ আলোচনা অনুষ্ঠানে আলোচক ছিলেন যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই এর সহযোগী অধ্যাপক ড আলাউদ্দিন ভুঁইয়া, ডিইউজের সাধারন সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও সাংবাদিক মুস্তফা মনওয়ার সুজন। সাংবাদিক পার্থ সারথি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে ড. বিজন কুমার শীল আরো বলেন, করোনা সংক্রমন হলে আক্রান্ত ব্যক্তি চা পান করলে তাতেও ফল পাওয়া যায়। করোনা ভাইরাস বাতাসেও ছড়ায়। নাক থেকে শ্বাসতন্ত্রে এটি প্রবেশ করে। কোনো ব্যক্তির শরীরে সংক্রমন হলে ওই ব্যক্তির ঘ্রাণশক্তি লোপ পায়, খাবারের স্বাদ তার নষ্ট হয়ে যায়। করোনা সংক্রমনের পর দিনে ৮-১০ বার গারগল করেছেন ড. বিজন। তার মতে, আত্মবিশ্বাসের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করতে হবে। অনুষ্ঠানে ড আলাউদ্দিনও আশা ব্যক্ত করে বলেছেন, টেলিমেডিসিন ব্যবহার বাড়িয়ে পরিস্থিতির উন্নয়ন সম্ভব।
বিস্তারিত ভিডিও-
মিট বাংলাদেশ ইনিশিয়েটিভ লাইভে আজকের অতিথি অণুজীববিজ্ঞানী অধ্যাপক ড. বিজন কুমার শীল, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই'র সহযোগী অধ্যাপক ড. আলাউদ্দিন ভুঁইয়া, ডিইউজে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও সাংবাদিক মুস্তফা মনওয়ার সুজন। সঞ্চালক: পার্থ সারথি দাস।
Posted by Bangladesh Initiative on Sunday, August 30, 2020