হজে অনুমতি ছাড়া মক্কার তিনটি পবিত্র স্থানে প্রবেশ করলে জরিমানা

করোনা মহামারির কারনে এবছর হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে সীমিত আকারে। সৌদি আরবের স্থানীদের দিয়ে এবারের পবিত্র হজ পালন করা হবে। যা সারা বিশ্বের মুসলিম উম্মাহার জন্য অনেক কষ্টকর। একদিকে সীমিত আকারে হজ পালন অন্যদিকে নিষেধাজ্ঞায় জর্জিত হবেন হাজীরা। করোনা ভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে সৌদি কর্তৃপক্ষ নানান নির্দেশনা জারি করেছেন।
চলতি বছর হজে গিয়ে বিশেষ অনুমতি ছাড়া মক্কার তিনটি পবিত্র স্থানে (মিনা, মুজদালিফা এবং আরাফাত) প্রবেশ করলে বাংলাদেশি মুদ্রায় সোয়া ২ লাখ টাকার মতো জরিমানা গুনতে হবে। নভেল করোনাভাইরাস প্রতিরোধে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আরব নিউজ জানিয়েছে, আগামী ২৮ জিলকদ (১৮ জুলাই) থেকে জিলহজের ১২ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।
আরাফাত ময়দান মিনা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই ময়দানে অবস্থিত মসজিদটির নাম মসজিদে নামিরাহ। এই মসজিদের জামাতে অংশগ্রহণকারী হাজিরা জোহরের ওয়াক্তে এক আজান ও দুই ইকামতের সঙ্গে একই সময়ে পরপর জোহর ও আসরের নামাজ আদায় করে থাকেন। পরবর্তী কাজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওনা দেওয়া।
দ্বিতীয়বার নিষেধাজ্ঞা অমান্য করে তিনটি স্থানে ঢুকে পড়লে জরিমানা দ্বিগুণ করা হবে। হজের মৌসুমে সবাইকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।