শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ই আশ্বিন ১৪৩০

নেত্রকোনায় ট্রলার ডুবি, ১১ জনের মরদেহ উদ্ধার

জাগরণ ডেস্ক //

নেত্রকোনায় ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায়, বুধবার সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগর থেকে ট্রলারে করে নেত্রকোনার ঠাকুরাকোনা যাচ্ছিলেন ৩৫ যাত্রী। গোমাই নদীর রাজনগর এলাকায় পৌঁছালে, বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। বেশ কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১১ জনের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে ৫ শিশু, ৩ নারী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন