শাহবাগে মুক্তিযুদ্ধ মঞ্চের অবরোধ প্রত্যাহার

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ও জড়িতদর শাস্তি দাবিতে শাহবাগ গোল চত্বর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।
মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, জনদুর্ভোগের কথা ভেবে আমরা আমাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছি। পরবর্তীকালে আর কোনো কর্মসূচি রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, কর্মসূচি গ্রহণ করা হলে আপনাদের জানিয়ে দেয়া হবে।
বিকেল সাড়ে ৪টার দিকে মিছিলসহ শাহবাগের মূল সড়কে অবস্থান গ্রহণ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। মুক্তিযুদ্ধ মঞ্চের সড়কে অবস্থান করার ফলে চারপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ পথে চলাচলকারী মানুষের চরম ভোগান্তি লক্ষ্য করা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ধর্ষণ মামলার আসামি ডাকসুর সাবেক ভিপিসহ সব ধর্ষককে গ্রেপ্তার, ধর্ষকদের বাঁচানোর জন্য মৌলবাদী অপশক্তির নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ, মুজিব কোটে আগুন দেয়া, প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো ও কটূক্তিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা।