শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ই আশ্বিন ১৪৩০

বিএনপি নেতা রিজভী হাসপাতালে

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। তার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে শায়রুল কবরি খান বলেন, রুহুল কবির রিজভীর হার্ট অ্যাটাক হয়েছে। তিনি এখন ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিবকে তার বিষয়ে জানানো হয়েছে। ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাক্তার এজেড এম জাহিদ হোসেন তার সার্বক্ষণিক চিকিৎসার জন্য নিয়োজিত আছেন।

রুহুল কবির রিজভী দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন। এরপর একটার দিকে তিনি নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যান। সেখানে সোয়া ১টার দিকে তার হার্ট অ্যাটাক হয়। প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ধানমন্ডি ল্যাব-এইড হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে আছেন। তার অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তাকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।

সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন