শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ই আশ্বিন ১৪৩০

ভক্তদের সুখবর দিলেন তাহসান

অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান তার ভক্তদেরকে সুখবর দিলেন। ফেসবুক প্রোফাইলের স্ট্যাটাসে এ সুখবর দিয়ে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে তাহসান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘একটু প্রশান্তির হাসি আর কৃতজ্ঞতা প্রকাশ। কোভিড টেস্ট নেগেটিভ এসেছে, এজন্য প্রশান্তির হাসি।’

তিনি আরও লেখেন, ‘এই পেইজে আজ হঠাৎ দেখছি ৮০ লাখ মানুষ। এত ভালোবাসা পাবার যোগ্য আমি কিনা জানিনা, কিন্তু আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।’

গত ৮ অক্টোবর করোনা টেস্ট রিপোর্ট হাতে পেয়ে তাহসান জানান, তার রিপোর্টে ফল পজেটিভ এসেছে। টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে ছিলেন এ অভিনেতা।

গান দিয়ে লাখো শ্রোতার হৃদয় জয় করেছেন তাহসান খান। কেবল সংগীতশিল্পী হিসেবে নয়, অভিনেতা হিসেবেও যথেষ্ট সুনাম ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি তাহসান শেষ করেছেন ‘হ্যালো বেবী’ শিরোনামের একটি নাটকের শুটিং। এটি ভালোবাসা দিবসে প্রচার হবে।

সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন