কাতারে প্রথম বাংলাদেশি হিসেবে ভ্যাকসিন নিলেন আসলাম

জাগরণ ডেস্ক //
প্রথম বাংলাদেশী হিসেবে কাতারে ভ্যাকসিন নিলেন মোহাম্মদ আসলাম। এসময় তার সাথে ছিলেন কাতারের স্বাস্থ্যমন্ত্রী হাসান মোহাম্মদ আলকাওয়ারি। কাতার ২৮ লাখ মানুষের জন্য ফাইজারের ভ্যাকসিন গেছে। সবাইকে ফ্রিতে দেয়া হবে এ ভ্যাকসিন। মোহাম্মদ আসলাম দোহার একটি হাসপাতালের স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত।
মোহাম্মদ আসলাম জানান, ‘কাতারে ২৮ লাখ ভ্যাকসিন আনা হয়েছে। এখানে প্রবাসীসহ মোট জনসংখ্যা ২৮ লাখের মত। সবাইকে ফ্রি ভ্যাকসিন দেয়া হবে। আমি ভাগ্যবান যে স্বাস্থ্যকর্মী হিসেবে এবং প্রথম বাংলাদেশী হিসেবে আমি এ ভ্যাকসিন পেলাম।’
কাতারে ৪ লাখের বেশি বাংলাদেশি কাজ করে। তারাও ফ্রিতে ভ্যাকসিন পাবে। যারা দেশ থেকে ফিরে যাবেন তারাও ভ্যাকসিন পাবেন।
সূত্র: প্রবাসী