বুধবার, ৭ জুন ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩০

৭ই মার্চের প্রচারপত্রের দুর্লভ কপি

৭ই মার্চ বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) জনসমুদ্রে বঙ্গবন্ধু তার ভাষণে করেছিলেন অমোঘ উচ্চারণ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

বঙ্গবন্ধুর সেই ভাষণকে ২০১৭ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো একটি ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। এভাবে এটি হয়ে ওঠে সমগ্র দেশ ও জাতির গৌরবের সমাচার।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ঐতিহাসিক ৭ই মার্চ সামনে রেখে তার সেই ভাষণের একটি দুর্লভ লিফলেট বা প্রচারপত্র শনিবার রাত ১০টা ১৬ মিনিটে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন