শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ই আশ্বিন ১৪৩০

করোনায় আরও ২৬ মৃত্যু, শনাক্ত ১৭১৯

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৯৭ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবারও করোনায় ২৬ জনের মৃত্যু হয়। মৃতের ওই সংখ্যা গত দুই মাসের বেশি সময়ে এক দিনে সর্বোচ্চ।

গত ৭ জানুয়ারি করোনায় মৃত্যু হয়েছিল ৩১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭১৯ জনের দেহে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৬০ হাজার ৮৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৭৪৮টি। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮.২৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩.০৩ শতাংশ।

গত এক সপ্তাহে দেশে ১ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গত সোমবার ১ হাজার ৭৩, গত রোববার ১ হাজার ১৫৯ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। এর আগে শনিবার করোনাভাইরাস শনাক্ত হয় ১ হাজার ১৪ জনের দেহে।

গত শুক্রবার করোনা শনাক্ত হয় ১ হাজার ১৬৩ জনের দেহে। বৃহস্পতিবার শনাক্ত ছিল ১ হাজার ৫১ জন। তারও আগে বুধবার ভাইরাসটি শনাক্ত হয় ১ হাজার ১৮ জনের দেহে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩২ জন। এ নিয়ে সুস্থ হলেন ৫ লাখ ১৪ হাজার ৪৭৯ জন।

সুস্থতার হার ৯১.৮৩ শতাংশ। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১.৫৩ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ২৬ জনের মধ্যে ১৭ পুরুষ ও ৯ নারী আছেন। বয়স বিবেচনায় তাদের মধ্যে চল্লিশোর্ধ্ব ৩, পঞ্চাশোর্ধ্ব ৮ ও ষাটোর্ধ্ব ১৫ জন।

সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন