সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত

করোনায় আক্রান্ত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
এই মুহূর্তে তিনি সিঙ্গাপুরের একটি কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন। করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।
ফেসবুকের এক পোষ্টে ঋতুপর্ণা লেখেন, ‘আমার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। সবাইকে জানাতে চাই যে, আমি স্বাভাবিক আছি। আমি উপসর্গহীন করোনা আক্রান্ত। সব রকম স্বাস্থ্যবিধি এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলছি।
‘আমি এই মুহূর্তে সিঙ্গাপুরে রয়েছি এবং এখানকার একটি রিকভারি সেন্টারে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি। সবাইকে নিশ্চিতে থাকবার অনুরোধ জানাচ্ছি এবং দয়া করে সুরক্ষিত থাকুন।’
তিনি আরও লেখেন, ‘আমার পরিবার ও স্টাফেরা সবাই সুরক্ষিত আছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও শুভকামনার জন্য।’
কর্মসূত্রে ঋতুপর্ণার স্বামী সঞ্জয় সিঙ্গাপুরের বাসিন্দা। সেখানেই পড়াশোনা করেন নায়িকার দুই ছেলেমেয়ে। লকডাউন ও তার পরবর্তীতে লম্বা সময় সিঙ্গাপুরেই কাটিয়েছিলেন ঋতুপর্ণা। তবে চলতি বছর জানুয়ারিতে কলকাতায় ফেরেন অভিনেত্রী।
এরপর গত দু-মাসে দেশের নানান জায়গায় সল্ট, অন্তর্দৃষ্টি ও মহিষাসূরমর্দিনী সিনেমায় শুটিং শেষ করেছেন তিনি।
মার্চের শুরুতেই অচেনা উত্তম এর শুভ মহরতেও ছিলেন ঋতুপর্ণা। এই সিনেমায় মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করার কথা তার।