নরেন্দ্র মোদী সফর: বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক সংঘর্ষ

বাংলাদেশে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমণকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা।
শুক্রবার (২৬ মার্চ) বেলা সোয়া দুইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিলো।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মূহুর্মূহু কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে, অন্যদিকে বিক্ষোভকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করেছে।
জানা গেছে জুমার নামাজের পর হঠাৎ করে একদল ব্যক্তি মোদী বিরোধী শ্লোগান দিয়ে মিছিল শুরু করলে পুলিশ তাতে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।
এতে সাংবাদিকসহ বেশ কয়েকজনের আহত হবার খবর পাওয়া যাচ্ছে।
পুরো এলাকায় পুলিশ সাজোয়া যান ও জলকামান নিয়ে অবস্থান নিয়েছে।
এর আগে গত কয়েকদিন ধরেই নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে পৃথকভাবে নানা কর্মসূচি পালন করছেন কিছু ইসলামপন্থী ও বাম ধারার কয়েকটি সংগঠন।
বৃহস্পতিবার দুপুরেও ঢাকার মতিঝিল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।