এ বছর হচ্ছে না টি২০ বিশ্বকাপ

করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় আইসিসি টি২০ বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। আজ সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সিদ্ধান্তে একথা জানিয়েছে।
এ বছর ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ায় বসার কথা ছিল সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটযজ্ঞ। এ বছরের আসরটি সরিয়ে ২০২১ সালের অক্টোবর ও নভেম্বরে নেয়া হয়েছে এবং ২০২২ সালে হবে আরেকটি টি২০ বিশ্বকাপ, যেটি ভারতের আয়োজনের কথা ছিল ২০২১ সালে।
আইসিসির প্রধান নির্বাহী মানু শনে বলেন, ‘এই সিদ্ধান্তটি আমাদের দুটি নিরাপদ ও সফল টি২০ বিশ্বকাপ আয়োজনের সুযোগ করে দিল। এ সুযোগে আমাদের সদস্য দেশগুলো তাদের হারানো দুই জাতির সিরিজ ও ঘরোয়া ক্রিকেট আয়োজন করতে পারবে।’
তবে পূর্বনির্ধারিত সূচিতে ২০২১ সালের আসরটি ভারতেই হবে এবং ২০২২ সালের আসর বসবে অস্ট্রেলিয়ায়, নাকি ২০২১ সালে অস্ট্রেলিয়ায় ও ২০২২ সালে ভারতে হবে, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো ঘোষণা করা হয়নি। তবে এটা জানা গেছে, ২০২৩ সালে ভারতে যে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের কথা, তা ফেব্রুয়ারি-মার্চ থেকে সরিয়ে অক্টোবর-নভেম্বরে নেয়া হয়েছে।
সূত্র: বিবিসি