শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই আশ্বিন ১৪৩০

শাহরুখের বাড়ি ‘মন্নত’ ঢেকে গেল প্লাস্টিকের চাদরে

মহারাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ পেরিয়ে গিয়েছে। করোনার থাবা বসেছে বলিউডেও। অমিতাভ বচ্চনের পরিবারেও হানা দিয়েছে করোনাভাইরাস। এই অবস্থায় একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে, বলিউডের বাদশা শাহরুখ খান নিজের বাড়ি ‘মন্নত’ প্লাস্টিকে ঢেকে দিয়েছেন।

তবে করোনা ভাইরাসের জন্যই ‘মন্নত’-কে এমন ভাবে প্লাস্টিকে ঢেকে দেওয়া হয়েছে ভাবা ভুল হবে। কারণ প্রতি বছরই বর্ষার সময় নাকি ‘মন্নত’-কে এমন প্লাস্টিকে আচ্ছাদিত করা হয়, এবারও তা করা হয়েছে। কিন্তু করোনার আবহে সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে।

করোনার এই প্রকোপে বচ্চন পরিবার ছাড়াও অনুপম খেরের পরিবারের কয়েক জন সদস্যও আক্রান্ত। এমনকি আমির খান, রেখা, জোয়া আখতার, করণ জোহর, সোহা আলি খানের বাড়ির কাজের লোক, নিরাপত্তা কর্মী বা ড্রাইভার করোনায় আক্রান্ত হয়েছে। এই অবস্থায় অনেকেই ভাবতে শুরু করেছেন, শাহরুখ খানের বাড়ির করোনার কারণে প্লাস্টিকে মুড়ে ফেলা হয়েছে।

সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন