ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন বাইডেন

ইসরায়েলের কাছে ৭৩৫ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আজ সোমবার (১৭ মে) ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত ৫ মে মার্কিন কংগ্রেস আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত বিক্রয় সম্পর্কে অবহিত হয়েছিল। যা বর্তমানে চলমান সহিংসতা শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ আগের ঘটনা। জানা গেছে, বাইডেনের কয়েকজন ডেমোক্র্যাট সহকর্মী তার এই বিক্রয় নিয়ে বিরোধ জানিয়েছেন। তারা অস্ত্র বিক্রির অনুমোদনের সমালোচনা করেছেন।
কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির একজন ডেমোক্র্যাট বলেন, ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার চাপ না দিয়ে এই প্রস্তাবিত স্মার্ট বোমা বিক্রির ফলে কেবল আরো হত্যাযজ্ঞই চালানো সম্ভব হবে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের বোমা হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ২০০ জন (১৯৮) মানুষ নিহত এবং অসংখ্য আহত হয়েছেন। যার মধ্যে ৫৮ শিশু এবং ৩৪ জন নারী আছে। অপরদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, ফিলিস্তিনের হামলায় ইসরায়েলে দুই শিশুসহ নিহতের সংখ্যা ১০ জন।
এদিকে, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার শুরুর ৮ দিন পর অস্ত্র বিরতির আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মিসরসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে নিয়ে দুই দেশের মধ্যে চলমান সংকট সমাধানের চেষ্টা করবেন বলে জানান বাইডেন।