বুধবার, ৭ জুন ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩০

ঢালাওভাবে পরামর্শক নিয়োগ দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রকল্পের প্রয়োজনে বিদেশি পরামর্শক নিতে হবে। ঢালাওভাবে নিয়োগ দেওয়া যাবে না, চোখ বন্ধ করে উন্নয়ন প্রকল্পে বিদেশি পরামর্শক নেওয়া যাবে না।

মঙ্গলবার (১৮ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

যেসব প্রকল্প জনগণের সঙ্গে সম্পৃক্ত সেসব প্রকল্পে সবোর্চ্চ অগ্রাধিকার দিতে এনইসি সভায় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে এম এ মান্নান বলেন, সব ধরনের গবেষণায় জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। গবেষণায় অর্থের অভাব হবে না। বাজেটে গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন