করোনা: বিশ্বজুড়ে শনাক্ত রোগী দেড় কোটি ছাড়াল

নিউজ ডেস্ক
করোনা ভাইরাস চীনের উহান থেকে ছড়ানোর ৭ মাসের মধ্যে বিশ্বজুড়ে শনাক্ত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেল। রয়টার্সের টালি অনুযায়ী, বুধবার বৈশ্বিক সংক্রমণ দুঃখজনক এই মাইলফলকটি পার করেছে। এই সঙ্কট কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে অনেকগুলো দেশ দোলাচালে বিভক্ত হয়ে থাকলেও মহামারী ছড়িয়ে পড়ার গতি আরও তীব্র হয়েছে। শনাক্ত ৩৯ লাখ ১০ হাজারেরও বেশি রোগী নিয়ে আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি ভালো হওয়ার আগে ‘আরও খারাপ হতে পারে’ বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আক্রান্তের সংখ্যায় শীর্ষ পাঁচটি দেশের মধ্যে ব্রাজিল, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকাও আছে। কিন্তু আক্রান্তের সংখ্যা দুই আমেরিকা মহাদেশেই সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে বলে দেখাচ্ছে রয়টার্সের টালি। বৈশ্বিক সংক্রমণের অর্ধেকেরও বেশি এই দুই মহাদেশে এবং অর্ধেক মৃত্যুর ঘটনাও এখানে ঘটেছে। জানুয়ারির প্রথমদিকে চীনের উহান শহরে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল। এরপর প্রায় সাড়ে তিন মাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়ায়। পরবর্তী এক মাসের মধ্যে আক্রান্তের সংখ্যা অর্ধ কোটি ছাড়িয়ে যায় (২১ মে) আর এর পরবর্তী পাঁচ সপ্তাহের মধ্যে সেই সংখ্যাটি কোটি ছাড়ায়। ১৩ জুলাই আক্রান্তের সংখ্যা এক কোটি ৩০ লাখ ছাড়িয়েছিল, এরপর এটি দেড় কোটি ছাড়তে মাত্র আট দিন সময় নিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা এক কোটি ৫০ লাখ ৯ হাজার ২১৩ জনে দাঁড়িয়েছে, যা বার্ষিক নথিবদ্ধ হওয়া গুরুতর ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের অন্তত তিনগুণ; সাত মাসে মৃত্যুর সংখ্যা ছয় লাখ ১৬ হাজার, এটি ইনফ্লুয়েঞ্জায় বার্ষিক মৃত্যুর সর্বোচ্চ সংখ্যার প্রায় কাছাকাছি।