জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের দল ঘোষণা, ডাক পেলেন শামিম-সোহান

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের জন দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নতুন মুখ হিসেবে টাইগারদের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন শামিম হোসেন। এছাড়াও দলে ফিরেছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করে এ মাসের শেষদিকে জিম্বাবুয়ে পৌঁছাবে বাংলাদেশ টেস্ট দল। কোয়ারেন্টিন নীতিমালা শিথিল হওয়ায় টেস্ট এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি দল আলাদাভাবে যাবে জিম্বাবুয়েতে। প্রত্যেক বহরকে জিম্বাবুয়ে পৌঁছে এক দিন কোয়ারেন্টিন করতে হবে। তবে পুরো সফরে থাকতে হবে জৈব সুরক্ষা বলয়ে।
একমাত্র টেস্ট শেষে দুই দল থেকে যাবে হারারেতেই। সেখানে অনুষ্ঠিত হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ১৬, ১৮ ও ২০ জুলাই এবং টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। সফরে মোট সাতটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০১৩ সালের পর এবারই প্রথম জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল।
জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত টাইগারদের টেস্ট স্কোয়াড: মুমিনুল হক(অধিনায়ক)। তামিম ইকবাল। সাদমান ইসলাম। সাইফ হাসান। নাজমুল হাসান শান্ত। মুশফিকুর রহিম। সাকিব আল হাসান। লিটন দাস। ইয়াসির আলী। নুরুল হাসান সোহান। মেহেদী হাসান মিরাজ। তাইজুল ইসলাম। নাঈম হাসান। আবু জায়েদ রাহী। তাসকিন আহমেদ। এবাদত হোসেন। শরিফুল ইসলাম।
ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, ফিফ হোসেন ধ্রুব, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।