বুধবার, ৭ জুন ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩০

গোবিন্দের কণ্ঠে অভিযোগের সুর

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের বিভিন্ন অসঙ্গতি নিয়ে অনেকেই ‍মুখ খুলছেন। তাদের কথায় উঠে আসছে নানা অভিযোগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেছেন নব্বইয়ের দশকের অন্যতম সাড়া জাগানো অভিনেতা গোবিন্দ। তার কণ্ঠেও অভিযোগের সুর। এই অভিনেতা জানান, ইন্ডাস্ট্রিতে তার টিকে থাকার ব্যাপারে অনেকেই সন্দিহান ছিলেন।

গোবিন্দ বলেন, ‘এটা আমার মুখের ওপরই বলা হতো। কিন্তু আমি জানতাম রাজ কাপুরজি, জিতেন্দ্রজি, অমিতাভ বচ্চনজি, বিনোদ খান্নাজি, রাজেশ খান্নাজিকেও এই কথাগুলো শুনতে হয়েছে। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে সঠিক ধারণা থাকা খুবই জরুরি। হয় আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, নয়তো মানুষের এই কথা শুনতে হবে।’

সাফল্য পাওয়ার পর অভিনয়শিল্পীদের আচরণে পরিবর্তন আসে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাফল্য একই সঙ্গে আপনাকে কঠোর করে তোলে এবং সামনে এগোতে দেয় না। আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, বিনয়ী আচরণ সাফল্য পেতে সাহায্য করে। সিনেমা একটি শিল্প কিন্তু আমরা এটিকে ব্যবসায় পরিণত করেছি। শিল্পীরা মানুষ, কোনো পণ্য নয়। মেধাবিদের মূল্যায়ন করতে হবে। যারা দক্ষ নন এটি তাদেরও কাজে আসবে, তারা কঠোর পরিশ্রম করবে।’

দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত গোবিন্দ। অতীত ও বর্তমান অবস্থার তুলনা করে তিনি বলেন, ‘আগে প্রতিভাবানরাই কাজ পেতো। প্রেক্ষাগৃহে সব সিনেমার সমান সুযোগ থাকত। কিন্তু এখন চার-পাঁচজন ব্যক্তি পুরো ব্যবসা পরিচালনা করেন। তারাই নির্ধারণ করেন— কোন সিনেমা মুক্তি পাবে। আমার কিছু ভালো সিনেমার মুক্তিতে অনিয়ম হয়েছে। তবে সবকিছুই পরিবর্তন হচ্ছে।’

সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন